জাকির হোসেন সুমন, ইতালী : ইতালীর ভেনিসে শুরু হওয়া ভেনিস বাংলা স্কুল গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ২ য় খেলায় সকালে র ম্যাচে জগন্নাথপুর একাদশ বনাম সি পি ডাব্লিও মারগেরা অংশ নেয় । জগন্নথপুর একাদশ ব্যাট করতে নেমে ১৬ ওভারে ১৬৬ রান করে , জবাবে সি পি ডাব্লিও সব উইকেট হারিয়ে ৯৪ রান করে। খেলায় জগন্নাথপুর একাদশের সাজু ৬৬ রান করে ম্যান অবদি ম্যাচ হন । দিনের ২ য় খেলায় বাংলালিংক বনাম আরজিনানো এ সি সি ক্রিকেট ক্লাব ভিসেন্ছা মাঠে নামে । বাংলা লিংক ব্যাট করতে নেমে ১৬ ওভারে ১৩৩ রান করে । জবাবে আরজিনানো এ সি সি ক্রিকেট ক্লাব ভিসেন্ছা সব উইকেট হারিয়ে ৮২ রান করে। এ খেলায় আরিফ ৪০ রান করে ম্যান অফদি ম্যাচ নির্বাচিত হন ।
ভেনিস বাংলা স্কুল গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট
May 16, 2017