জাকির হোসেন সুমন ,ইতালী : ইতালীস্হ ভেনিস বাংলা স্কুলের আলোচনা সভা , দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে । ভিয়া দানতের স্কুল কক্ষে আয়োজিত আলোচনা সভা , দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদ্স্য , শিক্ষক শিক্ষিকা , ছাড়াও ইতালীয়ান ইমিগ্রান্ট অফিসের মারতা আনছেলমি সহ বেশ কিছু বিদেশী অতিথি । আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভেনিস বাইলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার , সহ সভাপতি উদ্দিন আক্তার , সাধারন সম্পাদক মিজানুর রহমান , সহ সাধারন সম্পাদক রুনু আক্তার , মহিলা সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী , সহ সহ মহিলা সম্পাদক সুরাইয়া আক্তার , কোষাধ্যক্ষ মো: পলস আশিক, সহ কোষাধ্যক্ষ মামুন ঢালী , সম্মানিত সদস্য মিয়া হান্নান সহ কাজী মাহফুজ রানা , সোহেল মিয়া , ইফতেখার হোসেন , আমির হোসেন , তাউহিদুর রহমান লিমন সহ উপদেষ্টা বিল্লাল হোসেন ঢালী , নান্নু সরদার , সাবেক সহ সভাপতি আইমুন নাহার পলি সহ আরো অনেকে। আলোচনা শেষে দেশ ও সকল উম্মার জন্য দোয়া কামনা করা হয় ।
ভেনিস বাংলা স্কুলের ইফতার সম্পন্ন

June 13, 2017