ভেনিসে হয়ে গেলো মাতৃ ভাষার উপর এক ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান

জাকির হোসেন সুমন , ইতালী : ইতালীর ভেনিস এ হয়ে গেলো মাতৃ ভাষার উপর এক ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান । আজ দুপুরে ইতালী য়ান হাই স্কুল কায়েও জুলিয় সেজারের হল রুমে স্কুল কতৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত স্কুলে অধ্যায়ন রত ৬ ষ্ঠ ( ক ) ও ৭ ম ( গ ) শ্রেনীর বাংলাদেশী সহ ১৪ টি দেশে র শতাধীক শিক্ষাথী নিজ নিজ ভাযায় ছড়া ও কবিতা আবৃতি করেন। উক্ত স্কুলে

শিক্ষিকা লাওরা পাদুলা বলেন এই স্কুলের পরিচালনা কমিটির নির্বাচিত কার্জকারী সদস্য সৈয়দ কামরুল সারোয়ার ধারনা ও উদ্দ্যেগ এর কারনে গত দুই বছর যাবৎ এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছে স্কুল কতৃপক্ষ । এ সময় চিএ শিল্পী অওাভিও বিভিন্ন দেশের ছড়া ু কবিতা পাঠের সময় প্রজেক্টর এর মাধ্যমে বাংলাদেশ সহ ১৪ টি দেশের বিভিন্ন চিএ প্রদর্শন ও বাদ্য যন্ত্রের সুর তুলেধরেন আগত অতিথি ও অভিভাবক দের মাঝে ।

সে সময় যে যেই দেশের ভাষায় ছড়া বা কবিতা আবৃতি করেছে সাথে সাথে সকলে যাতে কথা গুলো বুঝতে পারে সে জন্য তা ইতালীয়ান ভাষায় অনুবাদ করে শোনানো হয়। ইতালীতে বসবাস রত বিভিন্ন দেশের শিশু রা যাতে তাদের মায়ের ভাষাকে স্বরন রাখে এ জন্য প্রতি বছর স্কুল কতৃপক্ষ এ ব্যাতীক্রমি উদ্যােগ নিয়ে থাকে । পরিশেষে আগত সবার উদ্যােশে বক্তব্য রাখেন , চিএ শিল্পী অওাভিও , স্কুল শিক্ষিকা লাওরা পাদুলা , স্কুল পরিচালনা কমিটির নির্বাচিত সদস্য সৈয়দ কামরুল সারোয়ার , সহ প্রমূখ ।