জাকির হোসেন সুমন,ইতালি : ইতালি র ভেনিসের মেস্ত্রে G.C.Battista স্কুলের 5°C ক্লাসের সকল ছাত্র- ছাত্রী , অভিভাবক বৃন্দ ও শিক্ষক মহোদয়ের নিয়ে ভিন্ন ভিন্ন দেশীয় ভিন্ন ভিন্ন ধর্মের মানুষদের নিয়ে ভেনিসের সানজুলিয়ানো পার্কে বনভোজন আয়োজন করা হয়।ইতালিয়ান ও বাংলাদেশীগন নানান মুখরোচক খাবারেরব্যাবস্থা করেন । সকলেই তৃপ্তি মিটিয়ে খাবার খেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। সকলের আন্তরিকতায় ভেনিসে সত্যিই অসাম্প্রদায়িকতার দৃষ্টান্তস্থাপন সম্ভব হল। ভিন দেশীয়দের মাঝে বাংলা সাংস্কৃতি ছড়িয়ে পরে।
বনভোজন শেষে সাংস্কৃতিক পর্বে যৌথ ভাবে নৃত্যে ও কমিকে সকলের মনোরঞ্জন করেন – কাজী তানজিনা আক্তার , আলিসা ও এলিয়নরা ।বাঁশি বাজিয়ে বিমুগ্ধ করে দেন সাদিয়া । বারবারার গিটারে সঙ্গীত গেয়ে অনুষ্ঠানে প্রান ঢেলে দেয় এলিয়নরা ।তাছাড়া কবিতা পাঠ ও আরো কিছু বিনোদনে মূলক অনুষ্ঠান ।
সকল ছাত্র ছাত্রীদের লিখা নিজ নিজ ফটো সহ স্মৃতিচারণ সম্বলিত একটি উপহার প্রদান করা হয় দীর্ঘ পাঁচ বছর ধরে গাইড করে আসা শিক্ষিকা মিকেয়েলাকে।পরে সকল শিক্ষিকাদের ও অভিভাবকদের প্রতিনিধি বারবারাকে অভিভাবকদের পক্ষ থেকে বাংলাদেশী ড্রেস ও নানা পাথরে তৈরি গলার হার উপহার দেয়া হয়।