একাত্তরলাইভডেস্ক: রাজধানীর কতোয়ালী থানাধীন মিটফোর্ড এলাকায় ভেজাল ওষুধ বিক্রির দায়ে সাত প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুরে মিটফোর্ড এলাকায় রহিম মেডিসিন মার্কেটে সাড়ে ১২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানগুলোর গোডাউন থেকে বিক্রয় নিষিদ্ধ ও বিদেশি ব্র্যান্ডের অবৈধ ওষুধ জব্দ করা হয়।র্যাব-১০ এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যেগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন র্যা্ব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সারওয়ার আলম।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া বলেন, বিক্রয় নিষিদ্ধ ও বিদেশি ব্র্যান্ডের অবৈধ ওষুধ বিক্রির অপরাধে বিক্রমপুর ড্রাগসকে দুই লাখ টাকা, শাওন ড্রাগ স্টোরকে দুই লাখ টাকা, নোমান ড্রাগ হাউজকে দুই লাখ ৫০ হাজার টাকা, বাশার ড্রাগ হাউজকে এক লাখ ৫০ হাজার টাকা, সুলতান ড্রাগ স্টোরকে এক লাখ টাকা, টুম্পা ড্রাগস হাউজকে এক লাখ টাকা এবং শাকিল ড্রাগ স্টোরকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাদের গোডাউনে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ও ভেজাল ওষুধ জব্দ করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সহকারী সুপার মো. রেজাউল করিম, ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ হোসেন, ওষুধ তত্ত্বাবধায়ক সৈকত কুমার কর, মো. মুহিদ ইসলাম, মো. মনির উদ্দিন আহমেদ এবং এটিএম গোলাম কিবরিয়া খান।
ভেজাল ওষুধ বিক্রি, সাত প্রতিষ্ঠানকে জরিমানা
November 3, 2016