ভূমিকম্পে সুনামগঞ্জে একজন নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি:
ভূমিকম্পে ঝাঁকুনিতে কেঁপে ওঠলো সিলেট। মঙ্গলবার বেলা ৩টা ৮মিনিটে দু’দফায় অনুভূত হওয়া ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় এক মিনিট। তবে সিলেটে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে একজন নিহত ও এক মাদরাসা ছাত্রসহ দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হিরণ মিয়া। তিনি জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার পাটলী দারুল উলুম এমদাদিয়া মাদারাসার পঞ্চম শ্রেণির ছাত্র নাজিউর রহমান (১৩)। সে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদরের আবদুল হাইয়ের ছেলে। নাজিউর ওই মাদরাসার আবাসিক ছাত্র।
ভূমিকম্পের সময় নাজিউর মাদরাসার দ্বিতীয় তলা থেকে লাফ দিলে মাথায় আঘাত পান। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া জগন্নাথপুর পৌরশহরের বাসিন্দা তকবুর মিয়ার মেয়ে রুবি বেগম ঘটনার সময় জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিসক ডা. মদুসুদন ধর জানান, ভূমিকম্পের পরপরই হিরণ মিয়া নামের একজনকে হাসাপতালে আনার আগেই মারা যান। এছাড়া নাজিউর রহমান ও রুবি আক্তার নামের দুজনকে হাসাপতালের আনা হলে নাজিউরের আঘাত বেশি হওয়ায় তাকে ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আর রুবি বেগমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভূকম্পন প্রথমে মৃদু মাত্রায় শুরু হলেও হঠাৎ বেশ জোরে ঝাঁকুনি অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে সিলেট নগরের বাসা-বাড়ি, বিপণী বিতান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোকজন দ্রুত বের হয়ে রাস্তায় নেমে আসেন।
এসময় জিন্দাবাজারের ব্যস্ততম সড়কগুলোতে মানুষের অবস্থানের কারণে দেখা দেয় তীব্র যানজট।
ভূমিকম্পে জিন্দাবাজারের নির্মাণাধীন একটি ভবনের দেয়ালের কয়েকটি ইট ধসে পড়ে। এতে একটি মোটরসাইল ক্ষতিগ্রস্ত হয়। তবে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।