বরগুনা সংবাদদাতাঃ বরগুনায় ভিজিডি কর্মসুচীর আওতায় ২০১৭-১৮ চক্রের উপকারভোগী নির্বাচন সংক্রন্ত পরিপত্রের আলোকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডিডি এলজি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নি,বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমুখ । সভায়
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নি জানান বরগুনা সদর -২৮৮৬, আমতলী-২১৭০,তালতলী-১৬৫২, পাথরঘাটা-২৪২১,বেতাগী-১৯৪৫, বামনা-২৪২২ জেলায় সর্বমোট ১৩হাজার ৪শত ৯৬ জন দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে এ ভিজিডি বিতরন করা হবে । তিনি আরও বলেন ১ জানুয়ারী -১৭ থকে এ ভিজিডি বিতরন করা হবে । সভাপতি তার বক্তব্যে সকল চেয়ারম্যানকে সচ্ছ ভাবে উপকারভোগি নির্বাচন করার আহবান জানান । বরগুনা জেলার পাচঁ টি উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন ।