রেজাউল করিম বাদল,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার সকালে ঢাকা ময়মনসিংহ মহা-সড়কের ভালুকা উপজেলার কাঠালী রাসেল স্পিনিং মিলের সামনে দাড়িয়ে থাকা শ্রমিকদেরকে একটি পিক-আপ চাপা দিলে ঘটনাস্থলেই ২জন ও হাসপাতালে নেয়ার পর আরও ১জন শ্রমিক নিহত হন। এ ঘটনায় আরও ৭জন আহত হন. আহতদের মাঝে ৪জনকে আশংক জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়,সকালে মিল ছুটি হওয়ার পর মিল গেইটের সামনে শ্রমিকরা বাসায় ফেরার জন্য অপেক্ষা করতে ছিল,এ সময় ভালুকাগামী একটি পিক-আপ (ঢাকা-মেটো-ন-১৮-৮৩৫৫)এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমান শ্রমিকদের ওপর তোলে দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রাসেল মিলের শ্রমিক আশরাফ উদ্দিন,আনোয়ার হোসেন ঘটনাস্থলেই ও অপর এক নারী শ্রমিক আমেনা খাতুনকে হাসপাতালে নেয়ার পর মারাযান। খরব পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও অহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আহত মিল শ্রমিক আছমা,আনিছ,পারভেজ,ফরহাদ,ওলি,এনমুল হক ও ড্রাইভার সুজাতকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেয়ার পর ৪জনকে আশংকা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভালুকা মডেল থানা অফিসার্স ইনচার্জ মামুন আর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে ও ৭জন আহত হয়েছে।