আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে তিন বাংলাদেশি নারী ও এক শিশুকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভারতের মহারাষ্ট্রে থানের দোম্বিভিল এলাকা থেকে তাদের আটক করে থানে পুলিশের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং সেল।
এছাড়া চার বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার অভিযোগে দুইজন স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে।
আটক বাংলাদেশিরা হলেন- সালমা মালিক ও তার শিশু সন্তান, মুসাম্মত খাতুন এবং টিনা সদ্দার। তারা প্রত্যেকেই বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। তারা বেশ কিছুদিন ধরেই দোম্বিভিলের পিসাভলি এলাকায় বাস করছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।
থানে পুলিশের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং সেলের সিনিয়র ইন্সপেক্টর রবীন্দ্র ধৌন্দকর জানান, ‘আমরা যখন তাদের ভারতীয় পরিচয়পত্র চাই তারা তা দেখাতে ব্যর্থ হয়। এরপরই অবৈধভাবে বসবাসের অভিযোগে তাদের আটক করা হয়েছে।