আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের দিল্লীতে কয়েক মাস আগে বেড়াতে আসা এক মার্কিন পর্যটককে গণ-ধর্ষণ করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই পর্যটকের অভিযোগ, হোটেলে অবস্থান করার সময় নেশার দ্রব্য খাইয়ে সেখানেই তাকে গণ-ধর্ষণ করে এই টুরিস্ট গাইড ও তার সহযোগীরা।
আজ মঙ্গলবার বিবিসি এক খবরে জানায়, গত এপ্রিল মাসে ভারত সফরের সময় দিল্লীর একটি পাঁচ তারকা হোটেলে ওই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে একজন টুরিস্ট গাইড, গাড়িচালক, পরিচ্ছন্ন কর্মী এবং একজন হোটেল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই পর্যটক ধর্ষিত হওয়ার প্রমাণ দিতে এ মাসের গোড়ার দিকে ভারতে ফিরে আসেন।
ভারতে বেড়াতে আসা বিদেশি পর্যটকদেরকে যৌন হয়রানী করার সাম্প্রতিকতম ঘটনা এটি।
দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরণের যৌন সহিংসতা বন্ধ করার চেষ্টা চালানো হলেও ধারাবাহিকভাবেই বিদেশি পর্যটকেরা যৌন হয়রানীর শিকার হচ্ছেন বলে অভিযোগ আছে।