ভারতে বিয়ে বাড়ির দেয়াল ধসে নিহত ২৬

অনলাইন ডেস্ক: ভারতের রাজস্তান রাজ্যে প্রবল ঝড়ে একটি কম্যুনিটি সেন্টারের দেয়াল ধসে বিয়ের আসরে চার শিশুসহ ২৬ জন নিহত হয়েছে। বুধবার রাতে রাজ্যের ভারতপুর জেলার এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি।

বিয়ের অনুষ্ঠানটি চলার সময় ওই এলাকাটির ওপর দিয়ে প্রবল ঝড় বয়ে যায়। এ সময় লোকজন কম্যুনিটি সেন্টারটির একটি ছাউনির নিচে আশ্রয় নেয়। এ সময় হঠাৎ ছাউনি সংলগ্ন দেয়ালটি ভেঙে পড়ে। এতে ২৬ জন নিহত হয় বলে পিটিআইকে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) অলোক ভাশিষ্ঠা।

তিনি জানিয়েছেন, দেয়াল ও ছাউনিসহ পুরো কাঠামোটি ভেঙে পড়লে লোকজন তার নিচে চাপা পড়ে। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, সাত নারী ও চারটি শিশু রয়েছে। ধসে পড়া দেয়ালটি ৯০ ফুট লম্বা এবং ১২ থেকে ১৩ ফুট উঁচু।

দেয়ালটির একটি অংশে বেশ কয়েকটি খাবারের স্টল গড়ে তোলা হয়েছিল। অপর অংশে টিনের একটি ছাউনি ছিল। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন অনিল। গুরুতর আহত একজনকে জয়পুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।