ভারতে পাচারকালে বেনাপোলে তরুণী উদ্ধার,আটক ১

বেনাপোল প্রতিনিধি:  ভারতে পাচারকালে যশোরের বেনাপোল থেকে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণীর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ এলাকায়। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করা হচ্ছিল। পুলিশ তাকে উদ্ধার এবং কমল হাওলাদার নামে এক পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে বেনাপোলের গাতিপাড়া এলাকা থেকে তরুণীকে উদ্ধার ও পাচারকারীকে আটক করা হয়। আটক কমল হাওলাদার বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি গ্রামের পরিমলচন্দ্র হাওলাদারের ছেলে।
বেনাপোল পোর্ট থানার এসআই রিপন দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাতিপাড়া গ্রামে অভিযান চালিয়ে সেখানকার আতিক জামে মসজিদের সামনে কমল হাওলাদার আটক করে ওই তরুণীকে উদ্ধার করা হয়। আটকের পর কমল বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ভারতে পাচারের জন্য নিয়ে এসেছেন বলে উপস্থিত লোকজনের সামনে স্বীকার করেন। এ ঘটনায় এসআই রিপন দাস বাদী হয়ে মানবপাচার অপরাধ দমন আইনে কমল হাওলাদারকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আটক আসামি ও উদ্ধার হওয়া তরুণীকে আদালতে সোপর্দ করেন। পরে তরুণী বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দিতে তিনি বলেছেন, মোরেলগঞ্জ উপজেলার সেরেজদার গ্রামে তার বাড়ি। কমল হাওলাদারের সাথে প্রেমের সম্পর্ক ছিল। কমল তাকে বিয়ের কথা বলে বাড়ি থেকে এনে ভারতে নিয়ে যাচ্ছিল। বেনাপোলের মামুন এন্টারপ্রাইজের দোকানে বসে দালালের সঙ্গে তাকে ভারতে পাচারের ব্যাপারে কথা বলছিল কমল। ফলে তাকে ভারতে পাচার করা হচ্ছে বিষয়টি বুঝতে পারেন তিনি। এ সময় রাস্তায় গিয়ে চিৎকার দিলে পুলিশ তাকে উদ্ধার ও কমলকে আটক করে। আদালত কমল হাওলাদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।