ভারতে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে মারা গেছেন ১৯ জন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।ভারতের উত্তর প্রদেশে বারাণসী ও চান্দুয়াইলের মধ্যবর্তী রাজঘাট ব্রিজে শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, ধর্মীয় নেতা জয় গুরুদেবের কয়েক হাজার অনুসারী ব্রিজ পার হয়ে গঙ্গাতীরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ হুড়োহুড়িতে পদদলিত হয়ে হতাহত হন এসব মানুষ।চান্দুয়ালি জেলা ম্যাজিস্ট্রেট কুমার প্রশান্ত জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।এদিকে এ দুর্ঘটনায় যারা মারা গেছেন, তাদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের পরিবারপ্রতি ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।পদদিলত হওয়ার ঘটনায় এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।