ভারতে ইংলিশ ব্যাটসম্যানদের সেঞ্চুরির মিছিল!

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশে দুই টেস্টের চার ইনিংসে একটিও সেঞ্চুরি করতে পারেনি ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান। সেই ইংলিশ ব্যাটসম্যানরাই ভারত সফরে গিয়ে রীতিমতো সেঞ্চুরির মিছিলে যোগ দিয়েছেন! রাজকোট টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের তিন ব্যাটসম্যান। ২০১১ সালে সিডনি টেস্টের পর এই প্রথম এক ইনিংসে তিন ইংলিশ ব্যাটসম্যান সেঞ্চুরি পেলেন। ২০০৯ সালের পর ভারতে ইনিংসে তিন সফরকারী ব্যাটসম্যানের সেঞ্চুরি এটিই প্রথম।প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নিয়ে ১২৪ রানে আউট হয়েছিলেন জো রুট। দিন শেষে ৯৯ রানে অপরাজিত থাকা মঈন আলী আজ দ্বিতীয় দিনে মোহাম্মদ শামির করা তৃতীয় বলেই ১ রান নিয়ে ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক। এটি তার ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। ১১৭ রান করে শামির বলেই বোল্ড হন মঈন।মঈনের বিদায়ের পর ষষ্ঠ উইকেটে জনি বেয়ারস্টোকে নিয়ে ৯৯ রানের জুটি গড়েন বেন স্টোকস। বেয়ারস্টো ৪৬ রান করে ফিরে গেলেও ক্রিস ওকস, আদিল রশিদ, জাফর আনসারিদের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন স্টোকস।বাংলাদেশে টেস্টে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন এই স্টোকসই (৮৫)। ইংলিশ অলরাউন্ডার ভারতে গিয়ে প্রথম টেস্টেই তুলে নিলেন সেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্টোকস অপরাজিত আছেন ১১৯ রানে। ৯ রানে অপরাজিত আনসারি। ৮ উইকেট হারিয়ে এরই মধ্যে ইংল্যান্ড ৫০০ পেরিয়েছে।