ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালের এই ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেছে যুবারা।

বৃহস্পতিবার নেপালের আনফা কমপ্লেক্সে শুরুটা ভালোই করেছিলো ভারত। ১৭ মিনিটে দূরপাল্লার শটে গোলরক্ষক মেহেদী হাসানকে বোকা বানিয়ে দলকে লিড এনে দেন পাত্রে হার্শ শৈলাস। এরপর গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ শুরু করে আক্রমণ। তবে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি তারা।

দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইমে সফল স্পট কিকে বাংলাদেশকে সমতায় ফেরান আশিকুর রহমান। ডি বক্সে রাসেল আহমেদকে ভারতীয় এক ডিফেন্ডার ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে গোল আদায় করে নিতে মোটেও সমস্যা হয়নি বদলি নামা এ ফরোয়ার্ডের।

নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। যে ভাগ্যে জিতে যায় বাংলাদেশ। ৪-২ ব্যবধানে জিতে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলা নিশ্চিত করে যুবারা। এ জয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিতই রইল পারভেজ বাবুর শিষ্যরা।