ভারতকে ধসিয়ে পাকিস্তানের স্বপ্নপূরণ

অনলাইন ডেস্ক :চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম শিরোপার স্বাদ পেলো পাকিস্তান। আজ ওভালের ফাইনালে পাকিস্তানের ব্যাটসম্যানরা যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন শুরু করেন বোলাররা। ফলে ১৮০ রানের বিশাল জয় পায় সরফরাজ আহমেদের পাকিস্তান।

পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির ৮ম আসরে পেল আইসিসি’র যেকোন টুনামের্ন্টর ৩য় শিরোপা।।ইমরান খান, ইউনুছ খানের পর অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদ আইসিসির শিরোপার স্বাদ পেল।

ওভালে এদিন ব্যাট হাতে পাকিস্তানের ব্যাটসম্যানরা ছিল যেমন অপ্রতিরোধ্য তেমন বিধংশী ছিল বোলাররা। ব্যাটসম্যানরা আগে ব্যাট করে ভারতের বিপক্ষে তাদের সর্বোচ্চ ৩৩৮ রান সংগ্রহ করে ৬ উইকেট হাতে রেখে। এরপর বল হাতেও চমক দেখায় পাকিস্তানের মোহাম্মদ আমির ও হাসান আলী। মাত্র ৫৪ রান সংগ্রহ করতেই ভারত হারায ৫টি উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আইসিসির কোন টুর্নামেন্টে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম শতরানের উদ্বোধনী জুটিই ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে পাকিস্তান।