বিনোদন ডেস্ক : ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছে বলিউড অভিনয়শিল্পী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অমৃতা আরোরার ১৭ বছর আগের একটি ছবি।১৭ বছর আগে অমৃতা ও ঐশ্বরিয়া একসঙ্গে কাজ করছিলেন একটি বিজ্ঞাপনে। অমৃতা আরোরা তার সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বিজ্ঞাপনের ফটো শুটের একটি ছবি পোস্ট করেন। তার পরই ছবিটি ভাইরাল হয়ে যায়। অমৃতা ছবিটি দেখে নস্টালজিক হয়ে পড়েন। ছবিটি পোস্ট করে স্মৃতিচারণ করে অমৃতা লেখেন ‘১৭ বছরের পুরোনো স্মৃতি। প্রভু দাসগুপ্ত এই ছবিটা তুলেছিলেন।’ঐশ্বরিয়া সিনেমায় পা রাখার আগে মডেল হিসেবে বেশ সফলতা পেয়েছিলেন। সময়ের সঙ্গে গ্ল্যামার দুনিয়ায় একের পর এক সাফল্যের সিঁড়ি পার করেন তিনি। তারপর সিনেমার সঙ্গে মিশে যান এই অভিনেত্রী।এই দুই অভিনয়শিল্পী বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করলেও কোনো সিনেমায় একসঙ্গে কাজ করেননি।
ভাইরাল ঐশ্বরিয়া-অমৃতার ১৭ বছর আগের ছবি

October 10, 2016