ভক্তকে জনের চড়

বিনোদন ডেস্ক : নম্র, ভদ্র স্বভাবের মানুষ হিসেবেই পরিচিত বলিউড অভিনেতা জন আব্রাহাম।তবে গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ফোর্স-টু সিনেমার ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে নিজেকে আর সংযত রাখতে পারেননি এ অভিনেতা। এক ভক্তকে চড় মেরেছেন তিনি।ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদেন বলা হয়েছে, ফোর্স-টু ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠান শেষে বিদায় নিচ্ছিলেন জন। এ সময় ভক্তরা তাকে ঘিরে ধরে। তখন তার এক ভক্ত তার হাত ধরে সেলফি তুলতে গেলে তাকে চড় মারেন জন।পাশাপাশি সাংবাদিকদের দৃশ্যধারণ করতে বারণ করেন তিনি। এরপর গাড়িতে করে সেই স্থান ত্যাগ করেন এই অভিনেতা।২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ফোর্স সিনেমার দ্বিতীয় কিস্তি ফোর্স-টু। আগের সিনেমার তুলনায় এতে আরো বেশি অ্যাকশন দেখা যাবে বলে জানা গেছে। জন আব্রাহাম ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, তাহির রাজ বাসিন প্রমুখ। আগামী ১৮ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি ।