বড় দিন উপলক্ষে গৌরনদীতে সুধী সমাবেশ

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
শুভ বড় দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ে গৌরনদী ক্যাথলিক চার্চের উদ্যোগে কেন্দ্রীয় গীর্জায়  গত রবিবার রাতে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার লরেন্স নেকাভ্যালী গমেজের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন মিলন, কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, ব্যাপিষ্ট খৃীষ্ট গ্রাম সমাজের সহ-সভাপতি সুদীপ্ত অধিকারী, জাতীয় সাংবাদিক সংস্থার গৌরনদী শাখার সাধারন সম্পাদক শামীম মীর। বক্তব্য রাখেন ক্যাথলিক চার্চের সহকারী পুরোহিত ফাদার সঞ্চয় গমেজ।