ব্রাহ্মনবাড়িয়ায় হিন্দুদের উপড় হামলার প্রতিবাদে বেলকুচিতে মানববন্ধন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে সাম্প্রতি সময়ে ব্রাহ্মনবাড়িয়ায় নাসিরনগরে হিন্দুদের বসতবাড়ি, মন্দির ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এবং দোষিদের শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌর সদরে মুকুন্দগাতী বাসষ্ট্যান্ড হতে আধা কিলোমিটার দীর্ঘ ১ ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্র সংঘ (ইসকন) এর আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসান, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক বৈদ্যনাথ সাহা, শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্র সংঘ (ইসকন) এর সাধারন সম্পাদক রিপন সাহা,পৌর হিন্দু মহাজোটের সভাপতি গোপাল চন্দ্র প্রামানিক, সাধারন সম্পাদক আনন্দ রায়, যুব মহাজোটের সভাপতি রনি মিত্র, সাধারন সম্পাদক পলাশ সাহা, ছাত্র মহাজোটের সাধারন সম্পাদক দিলীপ কুমার রায় প্রমুখ। এসময় উপজেলা হিন্দুমহাজোট ও ইসকন এর সদস্যবৃন্দ হিন্দুধর্মাল্বমীদের সাধারন জনগন মানববন্ধনে অংশগ্রহন করেন।