আন্তর্জাতিক ডেস্ক:
ব্রাজিলের আমাজন প্রদেশের একটি কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আমাজন প্রদেশের মানাউস শহরের কারাগারে মাদক চোরাচালানকারী দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর বিবিসির।
সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, মানাউস শহরের বড় এ কারাগারটি আমাজন নদের তীরে অবস্থিত। রোববার শুরু হওয়া এ দাঙ্গা সোমবার সকালের দিকে শেষ হয়েছে। বন্দিরা অস্ত্র সমর্পণ করার পর এবং জিম্মি করা শেষ ১২ কারারক্ষীকে মুক্তি দেওয়ার পর পরিস্থিতি শান্ত হয়। এ দাঙ্গার সূত্রপাত ঘটে আমাজনের জঙ্গলের মানাউস শহরের দুই প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের মধ্যে লড়াই থেকে। এ ঘটনায় অনেক কয়েদি পালিয়ে গেছেন।
আমাজন অঙ্গরাজ্যের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রধান সার্জিও ফন্তেস বলেন, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনাটি খুব ভয়ংকর ছিল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনার সুযোগে কতজন কয়েদি পালিয়ে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এম টেম্পো নামে মানাউসের একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের সময় কারাগারের দেয়ালের ওপর দিয়ে শিরশ্ছেদ করা অনেক লাশ ছুড়ে ফেলা হয়েছে। মাদক চোরাচালানকারীরা ৭৪ জন কয়েদিকে জিম্মি করে রেখেছিল। কয়েকজনকে তারা হত্যা করেছে।
ব্রাজিলের কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি থাকায় মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে। আমাজনাস রাজ্যের এ কারাগারটির ধারণক্ষমতা ৪৫৪ হলেও এটিতে প্রায় ৬শ’ বন্দি রাখা হয়।
অক্টোবরে রোরাইমা রাজ্যের বোয়া ভিস্তা এলাকায় এমনই এক কারাদাঙ্গায় অন্তত ২৫ বন্দি নিহত হয়েছিল এবং পেরনামবুকো রাজ্যের কারুআরুতেও নিহত হয়েছিল ৭ জন।
এদিকে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো এ ঘটনার জন্য ব্রাজিলের কারাব্যবস্থার তীব্র সমালোচনা করেছে।