ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছি : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :   দেশে ব্যাঙের ছাতার মত বেসরকারি মেডিকেল কলেজ গজিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পয়সার বিনিময়ে সার্টিফিকেট দেওয়া এসব কলেজ বন্ধ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথি ছিলেন নাসিম।

শহীদ ডা. মিলন হলে আয়োজিত এ আলোচনায় নাসিম বলেন, মেডিকেল কলেজগুলোকে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে দ্রুত আনা হবে। এর প্রক্রিয়া কলেজ। মেডিকেল কলেজ নিয়ে অনেক অনিয়ম হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্যাঙের ছাতার মত মেডিকেল কলেজ যেন না হয়, সেজন্যই এটি করা হচ্ছে। অনেক ব্যাঙের ছাতা বন্ধ করে দিয়েছি। সর্বশেষ ৪ টি কলেজ বন্ধ করেছি। এদের ল্যাবরেটরি নেই, শিক্ষক নেই, গবেষণা নেই; কেবল পলিটিক্যাল কারণে এসব খোলা হয়েছিল।

তিনি বলেন, অনেকে এসব বন্ধ না করতে তদবির নিয়ে আসছিল। কিন্তু কাজ হয়নি। তদবির রাখিনি।

নাসিম বলেন, এসব চলবে না। ডাক্তার হতে হলে সত্যিকারের ডাক্তার হতে হবে। তা না হলে জনগণের জন্য তারা বিপদজ্জনক হয়ে যাবে। এটি করতে দিবো না।

তিনি বলেন, ম্যাটস, আইএসপি ছাড়াও ইচ্ছেমত শত শত বেসরকারি মেডিক্যাল করা হয়েছে। এসব যাছাই-বাছাই করবো। প্রয়োজন হলে বন্ধ করে দিবো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পয়সার জন্য, মুনাফার জন্য এসব কলেজ করা হয়েছে। এরা পয়সা দিয়ে সার্টিফিকেট বিক্রি করে। এদেরকে বন্ধ করে দেওয়া হবে।

মেডিক্যাল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়ে তিনি বলেন, আমাদের স্বভাব খারাপ। শিক্ষকরা প্রশ্ন ফাঁস করে। এটা অন্য দেশে সম্ভব না। শিক্ষিত মানুষ কিভাবে পয়সায় এসব করে?

তিনি বলেন, কোচিং ব্যবসা, এটাও বন্ধ করা হচ্ছে। অনেকে আমার উপর অসন্তুষ্ট, অনেক কলেজ নাকি ছাত্র পায়নি। ছাত্র না পেলে অসুবিধা নেই, ওইসব কলেজ বন্ধ হয়ে যাক।

মেডিক্যাল পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের বিষয়ে নাসিম বলেন, বড়লোকের ছেলে ভর্তি হবে, এটা না। পরীক্ষায় পাশ করে ভর্তি হতে হবে। এ কারণেই পরীক্ষায় পাসের নাম্বার কমানোর দাবি আমি মানিনি। এখানে কৃষকের ছেলে, শিক্ষকের ছেলে সবাই পড়বে। কিন্তু তাকে অবশ্যই মেধাবী হতে হবে।

ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, যে ডাক্তাররা মানুষকে ঠকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।