ব্যাংকে অলস টাকা ৪ হাজার ১৯ কোটি

একাত্তলাইভ ডেস্ক: দেশের ব্যাংকগুলোতে মোট অলস অর্থের পরিমাণ ৪ হাজার ১৯ কোটি টাকা।রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগমের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য দেন। অর্থমন্ত্রীর পক্ষে অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান সংসদে প্রশ্নের উত্তর দেন।সংসদে দেওয়া তথ্যানুযায়ী, ঋণের সুদের হার হ্রাসের মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত তথা অলস অর্থের ব্যবহার বৃদ্ধির জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সংসদকে অর্থমন্ত্রীর পক্ষে অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান সংসদে বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের অর্থ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার দায়ে প্রাথমিকভাবে দুর্নীতি দমন কমিশনের দ্বারা ব্যাংকের ২৭ জন কর্মকর্তা, ৫৬টি প্রতিষ্ঠান ও আটটি সার্ভেয়ার প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে। প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সংকটে পড়ে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক। সরকার গঠিত পরিচালনা পর্ষদ কোনো কিছুর তোয়াক্কা না করেই ইচ্ছেমতো হাজার হাজার কোটি ঋণ দিয়েছে।