বোধন অধিবাস চণ্ডীপাঠের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু

একাত্তলাইভ ডেস্ক: দেবীর বোধন, অধিবাস ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব।স্বর্গ থেকে মর্ত্যে পদার্পণ করছেন দেবী দুর্গা। দেবীর সঙ্গে এসেছেন চার সন্তান গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী। তাদেরও বরণ করে নেয়া হবে এই আনন্দযজ্ঞে।  চণ্ডীপাঠ থেকে শুরু করে ঢাক-ঢোল, কাঁসর এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠবে বিভিন্ন মণ্ডপ। পাঁচ দিনব্যাপী চলবে মায়ের আরাধনা।আজ মহাষষ্ঠী। ভোরের আলো ফুটতে না ফুটতেই ঢাকের আওয়াজে জমে উঠেছে ষষ্ঠীর সকাল। মণ্ডপে মণ্ডপে চলছে ষষ্ঠীপূজার আয়োজন। উৎসবের রেশ নিয়েই কাটবে ষষ্ঠীর সারাদিন। ৮ তারিখ নবপত্রিকা প্রবেশ অর্থাৎ মহাসপ্তমী বিহিত পূজা। ৯ তারিখ মহাঅষ্টমীতে কুমারী পূজা ও সন্ধিপূজা। ১০ তারিখ মহানবমী এবং ১১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। এবার দেবী আসছেন ঘোড়ায় চড়ে, যাবেনও ঘোড়ায় চড়ে। সব কিছুর ঊর্ধ্বে দেবী ভক্তদের বিশ্বাস দেবী দুর্গতীনাশিনী এবার নতুন কোনো বার্তা নিয়ে আসবেন ধরনীতে। ধরনী আলোকিত হবে তার আশীর্বাদের আলোয়।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হিসাব অনুযায়ী, এবার সারা দেশে ২৯ হাজার ৩৯৫টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় ৩২৪টি বেশি মণ্ডপ নির্মাণ করা হয়েছে। আর রাজধানী ঢাকায় পূজা অনুষ্ঠিত হবে ২২৯টি মণ্ডপে।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল জানান, শারদীয় দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, গোটা বাঙালিরই সর্বজনীন উৎসব। এই উৎসব সুষ্ঠুভাবে শেষ করতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে বরাবরের মতো এবারও প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।