বৈধ বলে গ্যাস সংযোগ: কুমিল্লার মাঝিগাছায় গ্রাহকরা বিল না দিয়েই ব্যবহার করছে গ্যাস

এম এস শফি: কুমিল্লার পশ্চিম মাঝিগাছা গ্রামে একটি প্রতারক সিন্ডিকেট বৈধতার কথা বলে বিগত ২০১৫ সালে স্থানীয় গ্রামবাসীদের আবাসিক খাতে গ্যাস সংযোগের প্রলোভন দেখায়। পরে প্রতিটি সংযোগ পিছু ৭০-৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। এদিকে গ্যাস সংযোগ পাবার পর প্রতারক সিন্ডিকেট গ্রাহকদের কোন বৈধ কাগজপত্র,বিল বই দিতে না পারায় গত ৮/৯ মাস কোন বিল পরিশোধ করছে না তারা। এতে সরকার বি ত হচ্ছে রাজস্ব আয় থেকে। স্থানীয়ভাবে পাওয়া অভিযোগ ও বিভিন্ন সুত্রে পাওয়া তথ্যে জানা যায়,জেলার সদর উপজেলার পাচঁথুবী ইউনিযনের পশ্চিম মাঝিগাছা গ্রামের কাজীবাড়ির রহিজ মিয়ার ছেলে জয়নাল তার পরিচিত একই গ্রামের মোবারক মিয়া,সুলতান মিয়া,সাজল ইসলাম,রকমত আলী,মফিজুল ইসলাম,মোশারফ,মালেক,সুলতান(২)আবুল মিয়া,ইউনুছ মিয়া,মনি বেগম কে বিগত ২০১৫ সালে জ্বালানী গ্যাস সংযোগ নেওয়ার কথা বললে তারা রাজি হন। এসময় জয়নাল তাদেরকে প্রতিটি সংযোগ পিছু ৭০/৮০হাজার টাকার কথা বলে। পরবর্তীতে উল্লেখিত লোকেরা টাকা দিলে জয়নাল তার অজ্ঞাত সহযোগীদের দিয়ে গ্যাস সংযোগ দিয়ে দেয় । এরপর ওই সংযোগকারীরা গ্যাস সংযোগের বৈধ কাগজ-পত্র চাইলে জয়নাল বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে কৌশলে এিেড়য়ে যায়। পাশাপাশি গ্রাহকদের আশ্বস্থ করছে তাদের কোন অসুবিধা হবেনা। এদিকে গত প্রায় ৭/৮মাস যাবৎ অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীরা সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে। বিষয়টি সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক বাখরাবাদগ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’র দায়িত্বশীল এক কর্মকর্তা জানান,আমরা অবৈধ সংযোগ বিচ্ছিন্নে নিয়মিত অভিযান চালাচ্ছি। অচিরেই সেখানেও অবৈধ লাইন উচ্ছেদে অভিযান চালানো হবে।