বেলকুচির দৌলতপুর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষনা

 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ গর্ভন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি)’র সহযোগিতায় ইউনিয়নের সকল স্তরের জনগণ, পেশাজীবি, পরষদের সদস্যবৃন্দ এবং স্থানিয় গণ্যমাণ্য ব্যক্তিদেও উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি পৌর মেয়র বেগম আশানূর বেগম। এ সময় বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান।
উক্ত ইউনিয়ন পরিষদের সচিব এবিএম খায়রুলজ্জামান ২০১৭-২০১৮ অর্থ বছরের সম্ভাব্য বাজেটে ৫কোটি ২৪লাখ ৮৫হাজার ৭০ টাকা আয় এবং ৫কোটি ২৩লাখ ৩০হাজার ৬শ ৭০ টাকা ব্যয় এছারা ১লাখ ৫৪হাজার ৪শত টাকা উদ্বৃত্ত রেখে লক্ষমাত্রা বাজেট পেস করে।
দৌলতপুর ইউনিয়ন পরিষদ কতৃক ঘোষিত এই বাজেটে স্থানিয় সরকার ব্যবস্থার আওতায় উন্নয়নমূলক সকল ধরণের খাতে বরাদ্দ রাথার পাশাপাশী শিশুকেন্দ্রীক উন্নয়নকে বিবেচনায় রেখে ইউনিয়নে প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিচালনার জন্য, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সহ জীবনমান উন্নয়নের জন্য এবং ঝওে পরা শিশুদের বিদ্যালয়মূখী করতে বিষেশ বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট ঘোষণাকালে বক্তাগণ সম্ভাব্য বাজেটকে শতভাগ বাস্তবায়ন করার জন্য সকল পর্যায়ের জনগণসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।