বেলকুচির ইউএনও’র মানবতার সেবা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসানের মানবসেবা দিন দিন বেরেই চলছে। তার সেবায় অসংখ অসহায় গরিব মানুষ পেয়েছে তাদের অধিকার, স্বাধ্য মতো মানুষের উপকার করে আসছে।
ফেসবুকে প্রচার হওয়া বিধবা শহর ভানু বিধবা কার্ড পাওয়ার আগেই মৃত্যু বরণ করায় শনিবার বিকালে উপজেলা চক্তর থেকে তার ছেলের হাতে ব্যাক্তিগত তহবিল থেকে ২হাজার টাকা অনুদান দিয়েছে ইউএনও। এছারা সরকারী বরাদ্দ আসলে একটি ঘর দেবে শহর ভানুর ছেলেকে।
এছারা বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল ১হাজার ও বেলকুচি পৌর নভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ১হাজার টাকা অনুদান দেয়।
এ সময় তাদের সাথে ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জহুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের ছাত্রলীগ নেতা নাজমুল হোসাইন প্রমুখ।
কিছু দিন পুর্বে সামাজিক যোগাযোগ ফেসবুকে “৮৫ বছরের বিধবা শহর ভানুর ভাগ্যে জোটেনি বিধবার ভাতা” এই শিরোনামে প্রচার হওয়ার পর বেলকুচিতে তোলপার শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসান, বেলকুচি পৌর সভার ২নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলামের সহযোগিতায় সমাজসেবা অফিস থেকে একটা বিধবার কার্ড ব্যাবস্থা হয়। কিন্ত কার্ড শহর ভানুর হাতে আসার পুর্বেই সে মৃত্যু বরণ করে।