বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশের কার্যক্রমের আওতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে শুক্রবার বেলকুচি উপজেলা অডিটরিয়ামে ৫ জন নির্বাচিত জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খাঁন, সাধারণ সম্পাদক ফজলূল হক সরকার, পৌর মেয়র বেগম আশানূর বিশ্বাস, বেলকুচি থারা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উপজেলা কর্মকর্তা ফাতেমা খাতুন প্রমুখ।
উপজেলায় ৫ জন নির্বাচিত জয়িতারা হলেন, সমাজ উন্নয়নে অবদানের জন্য ছনিয়া সবুর আকন্দ, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারী লাভনী ইয়াসমিন, সফল জননী নারী মনিজা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করেছেন রুনা খাতুন, ও অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী সালমা খাতুন।