বেলকুচিতে ২জন ভূয়া সাংবাদিক আটক

বেলকুচি(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে চাদাবাজির অভিযোগে ২জন ভূয়া সাংবাদিককে আটককের পর উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত ভূয়া সাংবাদিকরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার মামুদপুর গ্রামের মৃত শাহবুদ্দিন শেখের ছেলে জাহিদুল ইসলাম মামুন (৩০) ও একই উপজেলার বনবাড়িয়া গ্রামের সোনাউল্লাহ হকের ছেলে ফজলুল হক লাল(৪০)।
বেলকুচি থানা উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, জাহিদুল ইসলাম মামুন ও ফজলুল হক লাল(৪০) বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘুল্লা গ্রামের পাওয়ারলুম (তাত) ব্যবসায়ী শহিদুল ইসলামের কারখানা গিয়ে ফজলুল হক লাল নিজেকে সাংবাদিক হেলাল উদ্দিন পরিচয় দেয় এবং গরীব দুস্থ এতিম মেয়েদের গনবিয়ের দেবার কথা বলে শাড়ি ও নগদ টাকা চাদা দাবি করে। এসময় তাদের গতিবিধি দেখে সন্দেহ হলে উপজেলা ও জেলা সাংবাদিকদের যোগাযোগ করে জানা যায় তারা ভূয়া সাংবাদিক। পরে এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। তারা এর আগেও বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে গন বিয়ে কথা বলে এবং ভয়ভীতি দেখিয়ে চাদা নিয়েছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে।
এ ঘটনায় শহিদুল ইসলামের ভাগিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কামাল আহম্মেদ বাদি হয়ে তাদের ২জন কে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের জেলহাজতে প্রেরন করা হয়েছে।