বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় পল্লি চিকিৎসক নিহত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় গ্রাম্য ডাক্তার নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিন মোটর সাইকেল আরোহী আহত হয়েছে। নিহত হলো বেলকুচি উপজেলার বানিয়াগাঁতী গ্রামের মৃত ছবদের আলীর ছেলে গ্রাম্য ডাক্তার লিয়াকত আলী (৭৫)। বুধবার দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের সুবর্ণসাড়া এঘটনা ঘটে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোসাদ্দেক আলী জানান, সুবর্ণসাড়া এলাকায় পার্শ্ব রাস্তা থেকে পায়ে হেটে সড়কে ওঠছিলেন বৃদ্ধ লিয়াকত আলী। এসময় সিরাজগঞ্জ থেকে বেলকুচিগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধকে সজোরে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ লিয়াকতসহ মোটর সাইকেলের চালকসহ ৪জন আহত হয়। গুরুত্বর অবস্থায় বেলকুচি স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ লিয়াকতকে মৃত ঘোষণা করেন।