বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে ঐতিহ্যবাহী মাধ্যমিক নারী শিক্ষা প্রতিষ্ঠান সোহাগপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষনা ও কৃতীশিক্ষার্থীদেও পুরস্কার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে আয়োজিত বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষনা ও কৃতীশিক্ষার্থীদেও পুরস্কার বিতরন অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল হান্নান তালুকদার, মির্জা শরিফুল ইসলাম, আব্দুল মতিন চান, অভিবাবক আব্দুল মজিদ খান, শিক্ষক আব্দুর সবুর প্রমুখ। এসময় অত্র স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।