বেলকুচিতে সাংবাদিক অসিত বরণ চৌধুরী স্বপনের মৃতে্যু বার্ষিকী ও স্মরণ সভা পালিত

এম,এ মুছা (বেলকুচি)সিরাজগন্জ প্রতিনিধি ঃ
বেলকুচির সুনামধন্য বেলকুচি ডিগ্রি কলেজের প্রভাষক সাংবাদিক স্বর্গীয় অসিত বরণ চৌধুরী স্বপনের মৃতে্যু বার্ষিকী ও স্মরণ সভা পালিত হয়। বেলকুচি প্রেস ক্লাবের উদ্যেগে গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে,সোহাগপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আওয়মী লীগের সভাপতি আ ক ম ইফসুফজী খাঁন সাংগঠনিক সম্পাদক হান্নান তালুকদার বেলকুচি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোস্তাফিজুর রহমান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম যুগ্ন সম্পাদক গোলাম মোস্তফা রুবেল এ্যাড.শহিদুল ইসলাম পুজা উদজ্জাপন কমিটির সাধারণ সম্পাদক বৈদ্য রায় ও বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।