বেলকুচি(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংরাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচির উপজেলা শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬ এর পুরস্কার, সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা আলহাজ সিদ্দিক”চ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শীতকালীন ক্রিকেট, ভলিবল, ব্যাডমেন্টন অ্যাথলেটিক প্রতিযোতিায় মাাধ্যমিক স্তরের স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্খিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এর সভাপতি আলহাজ আতাউর রহমান রতন, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম সেলিম রেজা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।