এম,এ,মুছা বেলবুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বুধবার অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য দিনছিল। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষাকে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনে চরম বিস্ফোরণটি ঘটেছিল, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সময়কার কলাভবনের সামনে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশ গুলি চালায়। এতে নিহত হয়েছিলেন বরকত, সালাম, রফিক, শফিক, জব্বার ও নাম না জানা আরো অনেকে। মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন ও তাতে জীবনদান এক অভূতপূর্ব ঘটনা। এ দিনটি বাঙালি জাতির জন্য শুধু শোকের দিনই নয়, ভাষাভিত্তিক অসাম্প্রদায়িক জাতীয়তাবোধের জাগরণেরও দিন।জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশ সহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
এদিকে, সিরাজগঞ্জের বেলকুচিতেও বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে মহান একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত ১২টা ১ মিনিটে বেলকুচির আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
যে কোন জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে মৃত্যুর উত্তরাধিকার- মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার। ১৯৫২ সালের একুশে ফেব্রয়ারি শহীদরা জাতিকে সে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন।জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে। এরই আলোকে সিরাজগঞ্জ -৫ আসন (বেলকুচি-চৌহালী) সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন।বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কল) রেজা সরোয়ার, সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াসমিন, উপজেলা পরিষদের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করেন,উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ, ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন,উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করেন, যুবলীগের আহব্বায়ক, সাজ্জদুল হক রেজা, যুগ্ন-আহব্বায়ক, ফারুক সরকার, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করেন, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বেলকুচি প্রেসক্লাবের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করেন আলহাজ্ব গাজী সাইদুর রহমান, আলোকিত ইয়থ ডেভেলপমেন্টর এন্ড সোসাল অরগানাইজ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে পুস্পমাল্য অর্পন এবং সকাল ১০ ঘটিকার সময় বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।