বেলকুচিতে মুজিব নগর দিবস পালিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ১৭ এপ্রিল মুজিব দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রমান্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও প্রমান্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন অফিসার জাকির হোসেনের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোহাম্মদ আলী আকন্দ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুলতানা রাজিয়া মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সেঁজুতি ধর, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) লাইছুর রহমান, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি

প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ গাজী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, বেলকুচি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, উপজেলা কৃষি অফিসার

নুর-এ-আলম সিদ্দিকী, সোহাগপুর নতুনপাড়া এ এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ প্রমুখ।