বেলকুচিতে মানব পাচার প্রতিরোধে মানববন্ধন ও ক্যাম্পেইন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নে মানব পাচার প্রতিরোধে কল্পে মানববন্ধন ও জন সচেতনতা কল্পে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বেসরকারী সংস্থা এসিডি রিলিফ ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ও ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে বিভিন্ন গ্রামের যুবক-যুবতীদের নিয়ে মানববন্ধন ও ক্যাম্পেইনঅনুষ্ঠিত হয়। উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মানববন্ধন হল রুমে ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমিডি’র সিরাজগঞ্জ জেলা অডিনেটর ফরিদ আহাম্মেদ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য সদস্য-সদস্য গণ।