বেলকুচিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, কোটির টাকার ক্ষয়ক্ষতি

এম এ মুছা, বেলকুচি(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌর এলাকার সোহাগপুর হাটের কাঠ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ফার্নিচার দোকানসহ পাচটি দোকান পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
সোমবার (১২ ডিসেম্বর ) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইদুল আলম জানান, প্রামানিক টিম্বার এন্ড ফার্নিচার হাউসের পাশের খাবার হোটেলের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা প্রামানিক টিম্বার এন্ড ফার্নিচার হাউস সহ আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সিরাজগঞ্জ ও বেলকুচি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সাড়ে চার ঘন্টা চেষ্টার পর সাড়ে ৪টার দিকে আগুন নিভিয়ে ফেলে। এসময়ে প্রামানিক টেম্বার এন্ড ফার্নিচারের দোকান, দুটি খাবার হোটেল ও আরো দুটি ফার্নিচারের দোকান যাবতীয় মালামাল সহ পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে প্রামানিক টিম্বার এন্ড ফার্নিচার হাউসের তাদের ক্ষতির পরিমান প্রায় ৭০ লক্ষ টাকা।
এ সময় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসান, মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরির্দশন করে ক্ষতিগ্রস্থধের সহায়তার আস্বাস দেন।