বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
ব্রাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর উদ্যোগে বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়ন পরিষদ হলরুমে আইন সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের উদ্দিন মোল্লার সভাপতিত্বে আইন বিষয়ে উপস্থাপন করেণ ব্রাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর এল সি এল ফ্যাসিলিটেটর এস এম বাহাউদ্দিন রুমি। এতে সার্বিক সহযোগিতা করেণ ব্রাক বেলকুচি শাখার লিগ্যাল এইড এর ফিল্ড অর্গানাইজার খাদিজা খাতুন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব, সদস্য-সদস্যাগণ, কাজী সাহেব, শিক্ষক, মুক্তিযোদ্ধা, ব্রাক মানবাধিকার ও প্রশিক্ষন প্রাপ্ত সদস্য সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মানব পাচার প্রতিরোধে কল্পে মানববন্ধন ও জন সচেতনতা কল্পে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বেসরকারী সংস্থা এসিডি রিলিফ ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ও ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে বিভিন্ন গ্রামের যুবক-যুবতীদের নিয়ে মানববন্ধন ও ক্যাম্পেইনঅনুষ্ঠিত হয়। উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মানববন্ধন হল রুমে ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমিডি’র সিরাজগঞ্জ জেলা অডিনেটর ফরিদ আহাম্মেদ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য সদস্য-সদষ্যাগণ।