বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহায়তায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাজাপুর ইউনিয়নে ও বেলকুচি পৌরসভায় পল্লী সমাজের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামে বাল্যবিয়ে বন্ধে ১১ সদস্যর ২টি কমিটি গঠন করা হয় ১টি এ্যাকশন কমিটি ও ১টি যুব কমিটি গঠন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, ইউপি সদস্য জুয়েল রানা, মহিলা সদস্য রোকেয়া বেগম, ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির সিরাজগঞ্জ জেলা কর্মকর্তা অনিমেষ হাজরা, বেলকুচি উপজেলা কর্মকর্তা ফাতেমা খাতুন প্রমুখ।
এছারা সোমবার বিকালে বেলকুচি পৌরসভার জিধুরী গ্রামে বাল্যবিয়ে বন্ধে ১১ সদস্যর ২টি কমিটি গঠন করা হয় ১টি এ্যাকশন কমিটি ও ১টি যুব কমিটি গঠন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভার প্যানেল মেয়র ইকবাল রানা, মহিলা কাউন্সিলর বুলবুলী বেগম, ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির সিরাজগঞ্জ জেলা কর্মকর্তা অনিমেষ হাজরা, বেলকুচি উপজেলা কর্মকর্তা ফাতেমা খাতুন, সাংবাদিক জহুরুল ইসলাম প্রমুখ। এ সময় উভয় স্থানে সর্ব স্তরের জনগন উপস্থিত ছিলেন।