বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৮দিন ধরে এক বোবা যুবক নিখোজ রয়েছে। গত ২৯ ডিসেম্বর দুপুরে ফকির চাঁন (৩০) নামে এক বাক প্রতিবন্ধি বাড়ী হইতে বাহির হয়। আত্বিয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোজা-খেজি করেও এখন প্রর্যন্ত সে বাড়ীতে ফিরে আসে নাই।
ফকির চাঁন বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামের সেকান আলীর ছেলে। তার উচ্চতা অনুমানিক ৫ফুট ৪ইঞ্চি, গায়ের রং শ্যামলা কালো, মুখো মন্ডল গোলাকার, পরণে ছিলো চেক লুঙ্গি ও চেক ফুল শার্ট, উপওে ও নিচে দুটি দাঁত ভাঙ্গা। কোন হৃদয় বান ব্যাক্তি তার সন্ধান পেলে নিকট তম থানায় খবর দেওয়ার জন্য অনুরোধ করা হইলো।
এ ব্যাপারে বেলকুচি থানায় সাধারণ ডাইরী করা হয়েছে, যার নং ১৫১ তারিখ ০৪-০১-২০১৭ইং।