এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসান, মহিলা ভাইচ চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, বেলকুচি থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মাধ্যেমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা, সহকারী মাধ্যেমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ নজরুল ইসলামসহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থি ছিলেন।
এছারা উপজেলা অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে কবিতা আর্বিতী, বক্তিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বেলকুচিতে বুদ্ধিজীবী দিবস পালিত
