বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ও বিন্রম শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুচকাওয়াজ, ক্রিয়া প্রতিযোগীতা ও বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর প্রত্যুষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলো মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ করেন। শুক্রবার সকালে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় হতে বিজয় র্যালী বের হয়ে কড়িতলা বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। কুচকাওয়াজ ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এ.কে.এম ইউসূফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, মুক্তিযোদ্ধো কমান্ডার (ভারপ্রাপ্ত) আলহাজ গাজী নজরুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান প্রমুখ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে অংশগ্রহণ করে।