বেলকুচিতে বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা

এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গর্ভনেন্স ইনোভেশন ইউনিট- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় এবং বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসানের সভাপতিত্বে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার কানিজ ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বাল্যবিয়ে প্রকিরোধে করণীয় বিষয়ে বিশ্লেষন করে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সেঁজুতি ধর। আরও বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজএকেএম ইউসুফজী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) লাইছুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে ভাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষানী প্রমুখ। এ সময় উপজেলার ইমাম, কাজী, মুন্সী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।