বেলকুচি(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রপাতে মিম খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আম্বিয়া খাতুন (১০) নামে আরেক স্কুলছাত্রী গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধুলঘাগড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিম খাতুন ওই গ্রামের রবি আলমের মেয়ে ও স্থানীয় অনুশলীন শিক্ষা নিকেতনের ৪র্থ শ্রেনীর ছাত্রী।
স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে মিম ও আম্বিয়া খাতুন পুকুরে গোসল করছিল। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মিম মারা যায় এবং আম্বিয়া খাতুন আহত। আহত আম্বিয়াকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও একই সময়ে পাশ্ববর্তী খাসসোনামুখী গ্রামের সীমা রানী (১৫) আরো এক স্কুলছাত্রী আহত হয়েছে।
বেলকুচিতে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
