বেলকুচি(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে নতুন বই বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন কালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, একাডেমিক সুপারভাইজার নাজির উদ্দিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।