বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান বেস্তে যেতে বসেছে। বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার মান উন্নয়নের পরিবর্তে অনেকটা বাধাগ্রস্থ হয়ে পরেছে। বেলকুচি উপজেলার ১৫৭ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৮ জন প্রধান শিক্ষক ৭৯ জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন হলো সহকারী শিক্ষক দিয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করানো হচ্ছে। সরজমিনে দেখাযায়, অনেক শিক্ষকই অফিসিয়াল কাজের জন্য স্কুল ছেড়ে উপজেলা সদরে দেখাযায়। এদের মধ্যে কিছু কিছু শিক্ষক প্রধান শিক্ষকের অযোগ্য।
এ ব্যাপারে উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান জানান, উপজেলার ১৫৭ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৮টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ৭৯জন সহকারী শিক্ষকের অবসর জনিত কারনে পদ শূন্য রয়েছে। তবে শিক্ষার মান স্থিতিশীল রাখার জন্য সকল ক্লাষ্টারের মাধ্যমে প্রতিটি স্কুলে মনিটরিং করানো হচ্ছে। অন্য দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা জানান, জেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদ সমুহ পুরণ করা হবে। ইতিমধ্যে ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ে শুন্য পদে শিক্ষকের নিয়োগ শুরু হয়েছে। অবিলম্বে আমরাও সরকারী নির্দেশে শিক্ষক নিয়োগ শুরু করবে বলে জানান তিনি।