বেলকুচিতে প্রতিবেশীর আঘাতে কৃষক খুন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিবেশীর সাবলের আঘাতে আব্দুস সালাম তালুকদার (৬৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতর স্ত্রী মুক্তা খাতুন (৪৮) গুরতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সেন ভাঙ্গাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কৃষক আব্দুস সালাম ওই গ্রামের মৃত হবি তালুকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুস সালামের প্রতিবেশী আইয়ুব নবী তার বাড়ীর সামনে লাউ গাছের মাচা তৈরী করা নিয়ে দু’জনের তর্কাতর্কির এক পর্যায়ে আইয়ুব নবী তার হাতে থাকা সাবল দিয়ে আব্দুস সালামের বুকে আঘাত করে। এ সময় সালামের স্ত্রী মুক্তা খাতুন এগিয়ে আসলে তাকেও সাবল দিয়ে আঘাত করে পালিয়ে যায় সে। গুরুতর আহতবস্থায় কৃষক দম্পতিকে স্থানীয়রা উদ্ধার করে বেলকুচি হাসপাতালে নেয়ার পথে আব্দুস সালাম মারা যান।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের ছোট ভাই আব্দুর রউফ তালুকদার বাদী হয়ে থানায় মামলা করেছে।