পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের ৩ দিনের কর্মবিরতি শুরু

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বেলকুচি জোনাল অফিসের মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের তিন দিনের কর্মবিরতি শুরু হয়েছে।
চাকরী নিয়মিত, নিয়োগ প্রক্রিয়া চালু, চাকুরী ছাটাই বন্ধ, ৪ থেকে ৫ হাজার রিডিং গ্রহন ও বিল বিতরণ করিতে না পারা এবং পূর্বেও ২ হাজার রিডিং ও বিল বিতরণ বহাল রাখার দাবীতে মঙ্গলবার থেকে শুরু হওয়া সারাদেশের ন্যায় বেলকুচি জোনাল অফিসের মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা বিভিন্ন দপ্তওে স্বারকলিপি ও নিজ নিজ অফিসে অবস্থান কর্মসুচি পালন করেছে।