বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
“সুস্থ্য জীবনের জন্য নিরাপদ খাদ্য” এই স্লোগানকে সামনে নিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করণ, খাদ্যদ্রব্য ভেজাল ও দূষন রোধ সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে হলরুমে উক্ত মত বিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে ও সেনেটারী অফিসার আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ মন্জুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইফসুফজী খাঁন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, জেলা সেনেটারী অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
এ সময় বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের উদ্দিন মোল্লা, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ্ আলম, সাংবাদিক জহুরুল ইসলাম সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বাজার বানিক সমিতি ও রেস্তরা মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।