বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
“দেশ প্রেমে শপথ নিন, দূর্নীতিকে বিদায় দিন” এই শ্লোগানকে সামনে রেখে গত ৯ ডিসিম্বর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে বেলকুচি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ এমএ বাকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসান। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খাঁন, সাধারণ সম্পাদক ফজলূল হক সরকার, পৌর মেয়র বেগম আশানূর বিশ্বাস, বেলকুচি থারা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, সাধারন সম্পাদক ডাঃ আহম্মদ আলী সরকার প্রমুখ।